ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জানুয়ারি ২, ২০২৪
বাঁশখালীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১ ...

চট্টগ্রাম: বাঁশখালী থানার সরল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ নুর মোহাম্মদকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি একই থানার হাজীরখিল এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানার সরল বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।  জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বড় বস্তার ভেতর থেকে নিজহাতে বের করে দেওয়া দেশি ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি জানান, জব্দ করা অস্ত্র দীর্ঘদিন স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক বেচাকেনা ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে ব্যবহার করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।