ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চট্টগ্রাম: পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আবারও করেছে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।  

বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাহুলী উচ্চ বিদ্যালয় এলাকায় নৌকার প্রার্থীর অফিসের সামনে থেকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় লোকজন এ ঝাড়ু মিছিল বের করে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বুধবার সকালে পটিয়া পৌর সদরে গণসংযোগে বের হয়। একপর্যায়ে তারা বাহুলী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আগে থেকে ঝাড়ু হাতে উপস্থিত ছিলেন ৫০-৬০ জন নারী পুরুষ।

এ সময় তারা ঝাড়ু হাতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মহিলারা জুতা ও ঝাড়ু মিছিল করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবদুর রহিম জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা গণসংযোগে বের হলে দুপুরের দিকে কিছু মহিলা ও পুরুষ উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।