ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক বন্ধ করে প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী সামশুলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
সড়ক বন্ধ করে প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী সামশুলকে জরিমানা

চট্টগ্রাম: প্রচারণার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটিয়ার সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।  

বুধবার (৩ জানুয়ারি) বিকেল তিনটার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকায় এ নির্বাচনী প্রচারণায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় যানচলাচলে বাধা প্রদান করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পটিয়ার গোবিন্দরখীল এলাকায় সড়কে যানজট সৃষ্টি করে চলাচলে বিঘ্ন ঘটানোয় তাকে অর্থদণ্ড করা হয়েছে।

এ সময় আমরা সাথে সাথে গিয়ে তা বন্ধ করে দিয়েছি। যেহেতু নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে সড়ক ও মহাসড়কে কোনো ধরনের বাধা সৃষ্টি করে প্রচার-প্রচারণা করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।