ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুর এপিএস টাকাসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুর এপিএস টাকাসহ গ্রেপ্তার এমএ এজাজ

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এমএ এজাজকে (৪১) পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে।  

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে পুলিশ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।

তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেপ্তার এজাজ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, ভোটের আগের দিন শনিবার রাতে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে তার এপিএসখ্যাত এমএ এজাজকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নৌকা প্রার্থীর এক সমর্থককে কোপানোসহ একাধিক মামলা রয়েছে।  

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা জানান, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বিতর্কিত এপিএস এমএ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ গ্রেপ্তার করেছে। তাছাড়া এজাজ কুসুমপুরাসহ আশপাশের এলাকায় ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা ছিল।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানান, শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাজকে গ্রেপ্তার করেছে।  

এ ব্যাপার জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।