ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটকেন্দ্রে সংঘর্ষ, ইউপি সদস্যকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোটকেন্দ্রে সংঘর্ষ, ইউপি সদস্যকে ছুরিকাঘাত প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পংকজ চন্দ ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে সংর্ঘষে জড়ায় দুই গ্রুপ। এই সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে এ ভোটকেন্দ্রে কেটলি প্রতীকের সমর্থক আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে’র অনুসারীদের সঙ্গে ফুলকপি প্রতীকের সমর্থকরা সংঘর্ষের ঘটনা ঘটে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু দাশ বলেন, ছুরিকাঘাতে আহত পংকজ চন্দকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

এর আগে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য সুরেশ চৌধুরীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মাথা ফেটে যায়। সুরেশ চৌধুরীও ফুলকপি প্রতীকের প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষানের সমর্থক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।