ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরীর পাহাড়ে দ্বিতীয় দফা অভিযান, দখলমুক্ত ৮ শতক ভূমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
পরীর পাহাড়ে দ্বিতীয় দফা অভিযান, দখলমুক্ত ৮ শতক ভূমি

চট্টগ্রাম: নগরের পরীর পাহাড়ে অভিযান পরিচালনা করে ৬টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এ সময় দখলমুক্ত করা হয় প্রায় সাড়ে ৮ শতক সরকারি ভূমি।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে নগরের কোতোয়ালী থানার লালদীঘির পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

 

সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম আদালত ও জেলা প্রশাসনের কার্যালয়ের প্রবেশপথে অধিকাংশ দোকানপাট তৈরি করে সরকারি খাসজমি দখলে করা হয়েছে। আজ দ্বিতীয় দিনের অভিযানে জহুর হকার্স মার্কেট সংলগ্ন সড়কে অবৈধ হিসেবে চিহ্নিত ৬টি দোকান-রেস্তোঁরা উচ্ছেদ করা হয়েছে। এতে ৮ দশমিক ৫১ শতক সরকারি ভূমি উদ্ধার করা হয়। অবৈধ এ স্থাপনাগুলোর কারণে জহুর হকার্স মার্কেট সংলগ্ন পরীর পাহাড় থেকে নামার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিলো। অবৈধ স্থাপনাসমূহ পরীর পাহাড়ের রাস্তাকে খুবই সরু করে ফেলেছিল।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ, পিডিবি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১১ জানুয়ারি ১৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে চট্টগ্রাম আদালত ও জেলা প্রশাসনের কার্যালয়ের মূল প্রবেশপথ জঞ্জালমুক্ত করা হয়। এ সময় দখলমুক্ত করা হয় প্রায় সাড়ে ১৪ শতক সরকারি ভূমি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।