ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াতের শোকরানা মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জুন ১, ২০২৫
নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াতের শোকরানা মাহফিল মোনাজাত পরিচালনা করেন নগর আমির শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম: এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে মহানগর জামায়াত।

রোববার (১ জুন) দুপুরে দেওয়ানবাজারের নগর জামায়াতের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শোকরানা মাহফিলে বক্তব্য রাখেন নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এতে মোনাজাত পরিচালনা করেন নগর আমির শাহজাহান চৌধুরী।

এ সময় শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই আওয়ামী বাকশালী, ফ্যাসিবাদি, ইসলাম বিরোধী শক্তি তা বরদাস্ত করতে পারেনি বলে নিবন্ধন বাতিল করেছিল। আজ সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। তাই জামায়াত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে। উল্লাস নয়, আল্লাহর কাছে ধরনা দেওয়ায় জামায়াতের নীতি।  

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও হামেদ হাসান ইলাহী প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।