ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম আর নেই

চট্টগ্রাম: সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম (১০০) আর নেই।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম চট্টগ্রামের মীরসরাই পৌরসভার মির বাড়ির বাসিন্দা।

তিনি দীর্ঘ ২৭ বছর সৌদি আরামকোতে চাকরি করেছেন। সর্বশেষ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান। তিনি সাত ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত সৈয়দ ফজলুল করিম মীরসরাই পৌরসভার ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা ও আল করিম জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিতেন।

বুধবার এশার নামাজের পর মীরসরাইয়ের আল করিম জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ির আঙিনায় প্রয়াত সৈয়দ ফজলুল করিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।