ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডব, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মে ৬, ২০২৪
বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডব, আহত ৪

চট্টগ্রাম: বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে বজ্রপাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন ইকতিদার বলেন, উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী (৫৫) বজ্রপাতে ঝলসে গেছেন।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  

বৈদ্যুতিক মিটার পড়ে পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের সারিকা সানাউল্লাহ (৩৩) নামের এক মহিলার মাথায় আঘাত পেয়েছেন।  

এছাড়া গাছ পড়ে সারোয়াতলী ইউনিয়নের মো. নাসিমা আকতার (৩৬) ও ঘরের ছাউনি থেকে নিচে পড়ে আহত হন পোপাদিয়ার সৈয়দপুর গ্রামের রাশেদা বেগম (৫০)।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।