ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে নসিমন উল্টে প্রাণ গেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মে ১৩, ২০২৪
ফটিকছড়িতে নসিমন উল্টে প্রাণ গেল চালকের ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মোহাম্মদ তারেক (২৫) এর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তারেক করবলা টিলা এলাকার বাদশা আলমের ছেলে।

নসিমন গাড়ির হেলপার মো. জিহান জানান, বড় ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে বিলে পড়ে যায়।

এসময় চালক তারেক চাপা পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।