ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপককে মারধর, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, মে ১৭, ২০২৪
অধ্যাপককে মারধর, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার ...

চট্টগ্রাম: চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সহযোগী অধ্যাপককে মারধরে অভিযুক্ত কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাফাতুন নুর চৌধুরীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সংগঠনের শৃঙ্খলা মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাফাতুন নুর চৌধুরীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।  

এর আগে বৃহস্পতিবার সকালে গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমানকে অধ্যক্ষের কক্ষে মারধরের অভিযোগ উঠে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।