ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টানেলের আনোয়ারা সংযোগ সড়কে উল্টোপথে গাড়ি!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, মে ১৭, ২০২৪
টানেলের আনোয়ারা সংযোগ সড়কে উল্টোপথে গাড়ি! ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে উল্টো পথে আসা একটি ধান কাটার গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

 

শুক্রবার (১৭ মে) বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বাংলানিউজকে বলেন, ধান কাটার একটি গাড়ির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে।

টানেলের নিরাপত্তাকর্মীরা যানবাহন দুটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।