ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশু নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, মে ১৭, ২০২৪
পতেঙ্গায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশু নিখোঁজ ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পড়ে গেছে। এ সময় পাঁচ পথচারীও লরির নিচে চাপা পড়ে পানিতে।

স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
 

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৫ পথচারী লরির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।