ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাটল ট্রেনে নবজাতকের মরদেহ ফেলে পালালেন অজ্ঞাত নারী 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪
শাটল ট্রেনে নবজাতকের মরদেহ ফেলে পালালেন অজ্ঞাত নারী  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে নবজাতকের মরদেহ ফেলে পালিয়েছেন এক নারী।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৯টার শাটল ট্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাটল ট্রেন ষোলশহর স্টেশনে থামলে একজন নারী একটি বস্তা ট্রেনের বগিতে রেখে নেমে যান। ট্রেন ছেড়ে দেওয়ার পরও ওই নারী ফিরে না আসায় শিক্ষার্থীরা কৌতূহলবশত বস্তার ভেতরে তাকালে নবজাতকের মরদেহ দেখতে পান।

বগিতে থাকা শিক্ষার্থীরা ঘটনা বুঝতে পেরে ট্রেন বটতলী স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা মৃত অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছি। অপমৃত্যুর মামলা হয়েছে। এখনও কাওকে সনাক্ত করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।