ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, আগস্ট ১, ২০২৪
‘নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

চট্টগ্রাম: দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১ আগস্ট) মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সল্টগোলা ক্রসিং থেকে শুরু হয়ে কাস্টম মোড়ে এসে শেষ।

পরে কাস্টম মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিঞা, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ৩৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তার উদ্দীন, যুবলীগ নেতা  রঞ্জিত কুমার শীল, লোকমান হোসেন, মো. ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, ফরহাদ আব্দুল্লাহ প্রমুখ।


 
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করা হলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।