ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কারফিউ রাত ১০টা থেকে সকাল ৬টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, আগস্ট ২, ২০২৪
চট্টগ্রামে কারফিউ রাত ১০টা থেকে সকাল ৬টা

চট্টগ্রাম: রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে সিএমপি।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শনিবার (৩ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

রাত ১০টার পর পুনরায় কারফিউ বলবৎ হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।


 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।