ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো দুই বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, আগস্ট ১০, ২০২৪
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো দুই বসতঘর ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর।

শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সরফভাটা কাজীরখীল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নবাব মিয়া ও সোনা মিয়ার সেমিপাকা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।