ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই মামলায় জামিন পেলেন বিএনপির নেত্রী সাকিলা ফারজানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
দুই মামলায় জামিন পেলেন বিএনপির নেত্রী সাকিলা ফারজানা

চট্টগ্রাম: চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাকিলা ফারজানা।  

রোববার (১১ আগস্ট) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জজ মোহাম্মদ আবদুল হালিমের আদালতে এই জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী বরাত চৌধুরী।  

সাকিলা ফারজানার আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে গত শনিবার দীর্ঘদিন পর দেশে আসেন সাকিলা ফারজানা। মামলায় শুনানিতে অংশ নিয়ে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী।  

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা থেকে জঙ্গি সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় র‌্যাব সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানাকে অভিযুক্ত করা হয়। মামলায় শাকিলার বিরুদ্ধে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আনে র‌্যাব। এদিকে মামলার শুরু থেকে 

বিএনপির দাবি, আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাকিলা ফারজানাকে অভিযুক্ত করা হয়েছে। সাকিলা ফারজানার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী সংসদীয় আসনের জনপ্রিয় এমপি ছিলেন। পিতার অবর্তমানে সাকিলা ফারজানার জনপ্রিয়তা পেতে থাকেন। এতে করে প্রতিহিংসা পরায়ন হয়ে সরকার তাকে এ মামলায় অভিযুক্ত করেছে। সাকিলা ফারজানা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।