চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবানের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। আক্রান্তদের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।
সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশুদের প্রতি আরও যত্নবান হতে গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমআর/এসি/টিসি