ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারার নতুন ইউএনও তাহমিনা আক্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আনোয়ারার নতুন ইউএনও তাহমিনা আক্তার ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাহমিনা আক্তারকে পদায়ন করা হয়েছে। একই আদেশে বর্তমান ইউএনও মো. ইশতিয়াক ইমনকে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা’র সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

 

জানা যায়, ৩৪তম ব্যাচের কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমনকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি আনোয়ারা উপজেলায় পদায়ন করা হয়। পদায়নের ১ বছর ৯ মাস ১০ দিন পর তাকে বদলি করা হলো।

আনোয়ারা উপজেলায় নতুন পদায়ন হওয়া তাহমিনা আক্তার এর আগে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২২ সাল থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়াও তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়ে সর্বশেষ রাজস্ব শাখায় কর্মরত ছিলেন। ৩৫তম ব্যাচের এই কর্মকর্তার নিজ জেলা শেরপুর।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।