চট্টগ্রাম: রাউজানে যাত্রীবাহী বাসের চাপায় রিমন নাথ (১৫) নামের এক স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত ওই ছাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই বাসের মালিক ও চালকের শাস্তি চেয়ে পথেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বাসচাপায় আহত রিমন নাথ রাউজানের বাগোয়ান ইউনিনের পাঁচখাইন পূর্ব নাথপাড়ার লাকী দেবী ও কমল নাথের ছেলে। পাঁচখাইন-বাগোয়ান সম্মিলনী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাউজান-ব্যানারে পথেরহাট বাজারে প্রতিবাদ কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় পাঁচটি গাড়ি আটকে কাগজপত্র যাচাই করেন তাঁরা। এর মধ্যে কাগজপত্র থাকায় দুটি গাড়ি ছেড়ে দেওয়া হয়। বাকি গাড়ি আটকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা ঘুরে নোয়াপাড়া পথেরহাট বাজারে শেষ হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, বাসচাপায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থী ও বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
বিই/পিডি/টিসি