ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইনজীবী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, সেপ্টেম্বর ১০, ২০২৫
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইনজীবী আহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহাদাত হোসেন আফনান নামে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন।  
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শাহাদাত হোসেন আফনান বাংলানিউজকে বলেন, রাত ১২টার দিকে বন্ধুর সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় এশিয়ান হাউজিং এলাকায় পিএইচপি প্রোটন শোরুমের সামনে রাস্তা আটকে এক যুবক দাঁড়িয়ে থাকেন।

তাকে সরে যেতে বললে ওই যুবক ক্ষিপ্ত হয়ে     ‘আইনজীবী হইছিস তো কি হইছে’ বলে তার হাতে থাকা ছুরি দিয়ে বুকের নিচে আঘাত করে।  

তিনি আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা আরেকজন সহযোগী আফনানের পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ছুরি হাতে থাকায় আশেপাশের কেউ এগিয়ে আসেনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেছি।

পাচঁলাইশ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।