চট্টগ্রাম: দুইমাস ধরে চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে নেওয়া হচ্ছে বাড়তি দাম। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রতিদিনই ঘটছে বাদানুবাদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন এলাকার খুচরা দোকানে খবর নিয়ে দেখা গেছে এই চিত্র। বোতলজাত সয়াবিন তেলের সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিন তেলও।
ব্যবসায়ীদের দাবি, দাম বাড়াতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। রমজান মাসে সয়াবিনের বাজার স্বাভাবিক রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০-২০০ টাকা, ২ লিটার ৩৮৫-৪০০ টাকা, ৫ লিটার ৯৫০-১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৫-১৭০ টাকায়। অথচ সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি করার কথা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত তিন মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে ২ লাখ ৩২ হাজার টন।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত ৭ ডিসেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আরডমোর শায়ানি ও এমটি ডাম্বলডোর নামের দুটি জাহাজে বন্দরে আনা হয় ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল। ১০ ডিসেম্বর ব্রাজিল থেকে এমটি সানি ভিক্টরি ও আর্জেন্টিনা থেকে এমটি জিঙ্গা থ্রেশার জাহাজে আনা হয় ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল।
এই চার জাহাজে টিকে গ্রুপ ২৫ হাজার টন, সিটি গ্রুপ ২০ হাজার টন ও মেঘনা গ্রুপ ৭ হাজার টন সয়াবিন তেল আমদানি করে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, প্রায় দুই মাস ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। কয়েকদিন ধরে খোলা সয়াবিন তেলের সংকটও প্রকট হয়েছে। ভোজ্যতেলের দাম বাড়ানো হলেও অনেক কোম্পানি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না। ১০০ লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ লিটার।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মিল মালিকরা সরবরাহ কমিয়ে দিয়েছেন। এছাড়া একটি চক্র সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করছে। এতে দামও বাড়ছে।
চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছে না। এই সংকট যেন রমজানে না থাকে সেজন্য এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসি/টিসি