চট্টগ্রাম: সাগর নিয়ে কৌতূহলের শেষ নেই শিক্ষার্থীদের। সেই সাগরে কত ধরনের জাহাজ ভেসে বেড়ায়।
আবার শিশু-কিশোররা কার্টন, চলচ্চিত্র আর খবরে যে যুদ্ধজাহাজ দেখেছে তার সঙ্গে মিল খুঁজছিল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযানের’।
প্রায় ১১৫ মিটার লম্বা, ১৩ ফুট প্রস্থের বিশাল জাহাজটির নির্দিষ্ট কিছু অংশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল চট্টগ্রাম নেভাল জেটিতে বুধবার (২৬ মার্চ)।
সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে একেকটি দলে ভাগ হয়ে নানা বয়সী মানুষ জাহাজটি ঘুরে দেখেন। এ সময় জাহাজের সক্ষমতা, নাবিকদের জীবনযাত্রা, দায়িত্ব সম্পর্কে তাদের জানান নৌবাহিনীর কর্মকর্তারা।
জাতীয় দিবস উপলক্ষ্যে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হয় পুরস্কার। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল আশার আলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়াম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এআর/টিসি