ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ  ...

চট্টগ্রাম: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে মিছিলটি পৌর সদরের দক্ষিণ বাইপাস থেকে শুরু করে কলেজ রোড মোড়ে এসে শেষ হয়।

 

পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, আমরা আজীবন ইহুদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, যতদিন তারা নিরীহ মুসলিম নর-নারী ও শিশু হত্যা বন্ধ না করে।  

এ সময় তিনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে সবাইকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।

 

উপজেলা জামায়াতের নায়েব আমির রাসেদুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তাহের এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জসিম উদ্দিন আযাদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, অ্যাড. আশরাফুর রহামান, পৌর আমির হাফেজ আলী আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।