ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী ও সন্তান কারাগারে, অপমানে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, আগস্ট ৩০, ২০২৫
স্ত্রী ও সন্তান কারাগারে, অপমানে স্বামীর আত্মহত্যা ...

চট্টগ্রাম: পটিয়ার হাবিলাসদ্বীপে অপমানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামের এক ব্যক্তি।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

নেজাম উদ্দীন হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের কর্মচারী। তিনি চরকানাই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

জানা যায়, নেজামের মায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। স্ত্রীকে তালাক দিতে অস্বীকৃতি জানান নেজাম। কয়েকদিন আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে নেজামের মা আহত হন। পরে তিনি বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার নেজামের স্ত্রী ও আড়াই বছরের ছেলে গ্রেপ্তার হয়ে কারাগারে যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদ জানান, স্ত্রী ও ছেলে কারাগারে থাকায় অপমানে নেজাম শুক্রবার রাতে আত্মহত্যা করেন। দরজা খোলা দেখে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।