চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়। আবার সংস্কারের নামে বছরের পর বছর নির্বাচনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভূজপুর থানা শাখার আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, কৃষকদল আমাদের আশা ভরসার স্থল। বিগত ১৬ বছর তারা অনেক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। দেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায়। দ্রুত নির্বাচন না দিলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।
ভূজপুর থানা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন সওদাগরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী এবং এ কে এম মহিউদ্দিন আজম।
এসময় আরও বক্তব্য রাখেন, আবুল খায়ের, সাজ্জাদউল কবির জামাল, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, বশর মাস্টার, শাহজান মেম্বার, একরামুল হক একরাম, মোহাম্মদ হানজালা, মহিউদ্দিন,সিদ্দিক আহমেদ কালু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমআর/টিসি