ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে সংকটে পড়বে দেশ: আবু সুফিয়ান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে সংকটে পড়বে দেশ: আবু সুফিয়ান

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষ গত ১৫-১৬ বছর একটা ফ্যাসিবাদী সরকারের কাছে জিম্মি ছিল। তারা ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি।

বিএনপিসহ ছাত্র-জনতা এবং সব শ্রেণি-পেশার মানুষ দেশে গণতন্ত্র ও ভোটাধিকারসহ অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এবং বিজয়ী হয়েছে। তারা জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছে।
তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশ আবারো সংকটে পড়বে। দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সকল জাতীয় সংকটে পাশে থাকার জন্য। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির রাজনৈতিক আদর্শ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তাই এদেশের জনগণ জনবান্ধব ও গণমুখী দল বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফার যে রূপরেখা দিয়েছে তা আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি। ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পাশে জনগণ আছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সদস্য আবদুর রহিম, গিয়াস উদ্দিন বাদল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সাইফুল ইসলাম সওদাগর, আবছার উদ্দিন ও বেলাল সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।