চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার জানান, স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন।
গত ১৫ মার্চ থেকে অনলাইনে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়; যা চলে ৩০ মার্চ পর্যন্ত। এরপর ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত যারা মূল সনদ উত্তোলন করেছেন তারা আবেদন করেন। মূল সনদ উত্তোলনকারীদের নিবন্ধন ফি ২৫০০ টাকা নির্ধারণ করা হয়। পিএইচডি, এমফিল, এমডি, এমএস, এমফিল (চিকিৎসা বিজ্ঞান) ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং অনার্স, মাস্টার্স, এমবিবিএস, বিডিএস, বিপিএডসহ অন্যান্য প্রতিটি ডিগ্রির জন্য ৩ হাজার টাকা নিবন্ধন ফি রাখা হয়। একজন একাধিক ডিগ্রি নিয়ে থাকলে তাকে একাধিক নিবন্ধন ও ফি প্রদান করতে হয়েছে।
সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সদস্যসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৭২ সালে অধ্যাপক ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসি/টিসি