চট্টগ্রাম: নগরের পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম জানান, মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
পিডি/টিসি