ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসাবিজ্ঞানী ডা. রিদওয়ানকে হারানোর দুই বছর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, অক্টোবর ২৩, ২০২৫
চিকিৎসাবিজ্ঞানী ডা. রিদওয়ানকে হারানোর দুই বছর ...

চট্টগ্রাম: স্বনামধন্য চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, মেডিক্যাল শিক্ষক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপদেশক অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার (২৫ অক্টোবর)।

দিনটি যথাযথ মার্যাদায় পালনের জন্য অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের পরিবার, সতীর্থ, ছাত্র এবং তাঁর প্রতিষ্ঠিত সিএসসিআর এর পক্ষ থেকে ২দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে মরহুমের গ্রামের বাড়ি সাতকানিয়ার কাঞ্চনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা কর্মসূচি শুরু হবে।

এই কর্মসূচিতে ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৫০ জন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন। এদিন কাঞ্চনা গ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।  

সিএসসিআর (প্রা.) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী জানান, শনিবার (২৫ অক্টোবর) সিএসসিআর এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সিএসসিআর মসজিদে বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

১৯৮৩ সালে বিসিএস পঞ্চম ব্যাচের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাস্থ্য ক্যাডারে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন ডা. রিদওয়ানুর রহমান। ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরে গেলেও মানুষের সেবা করা থেমে থাকেনি। গবেষণা করেছেন, রোগী দেখেছেন, কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন দুর্যোগে সরকারকে পরামর্শ দিয়েছেন।  

ডা. রিদওয়ানুর রহমানের গবেষণা চিকিৎসাবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ১৬৭টি পাবলিকেশন ও ৫ হাজার ২৮৪টি সাইটেশন রয়েছে। অবসরে যাওয়ার পর ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের গবেষণাকেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন।  ৬৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. রাশেদা সামাদ মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।