চট্টগ্রাম: নগরের আগ্রাবাদের রিও কফি শপে আইসক্রিম বক্সে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে। অনেক মরা তেলাপোকা আইসক্রিমের সঙ্গে মিশে আছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে এমন চিত্র ধরা পড়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। একই অভিযানে পাশের ওয়েল ফুডের শোরুমে দেখা যায় মিষ্টি জাতীয় পণ্যে তেলাপোকা বিচরণ করছে। আগে তৈরি করা মিষ্টি আজকের উৎপাদিত হিসেবে বিক্রি হচ্ছে। এ সব কারণে শোরুমটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যে তেলাপোকা থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয় তাদের।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এআর/টিসি