ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৬ দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিকে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৫, এপ্রিল ৩০, ২০২৫
৬ দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিকে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে সারাদেশে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

তখন থেকেই মূল ফটকের সামনে অবস্থান নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করছেন।

শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ছয় দফা দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে।

এই ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস। এই ক্যাম্পাস ছেড়ে আমরা যাব না। আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না। আমরা দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট ঘোষণা চাই। না হলে আমাদের আন্দোলন কোটাবিরোধী আন্দোলনের চেয়েও কঠোর হবে।

ছয় দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে পলিটেকনিকের শিক্ষার্থীরা এপ্রিলের শুরু থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। এ অবস্থায় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তারা আন্দোলন স্থগিত করে। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।


ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা 
শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে।  

প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম ১০ম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬০০০ টাকা দেওয়া।

কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেন।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।