চট্টগ্রাম: নগরের সদরঘাট থানাধীন জেটি গেইটের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো.নুরু আল মাহমুদ বাংলানিউজকে বলেন, জেটি গেইট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ আহত হয়।
তিনি জানান, ছুরিকাঘাতের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই/টিসি