চট্টগ্রাম: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বাংলানিউজকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ থানায় চারটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে মীরসরাই থানায় আনা হচ্ছে।
এআর/পিডি/টিসি