ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক তৈয়ব 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুন ২৫, ২০২৫
চবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক তৈয়ব  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে গতকাল (২৪ জুন) চবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, 'ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বভার প্রদান করা হলো। তিনি উক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চবির ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ব্যবসায় প্রশাসন অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক এস এম নসরুল কদিরকে। এরপর থেকেই ওই অনুষদের ডিন পদটি ফাঁকা ছিলো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২৫

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।