ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে অটোরিকশার ধাক্কায় তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জুলাই ৬, ২০২৫
ইপিজেডে অটোরিকশার ধাক্কায় তরুণ নিহত

চট্টগ্রাম: নগরের ইপিজেডে সিএনজি অটোরিকশার ধাক্কায় আতাউর রহমান (১৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্য আরোহী সাফায়েত ইসলাম (১৯) আহত হন। নিহত আতাউর রহমান নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।
 

ইপিজেড থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আতাউর মারা যান। অন্যজন আহত হন। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।