চট্টগ্রাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭ সেশন) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা পরিষদের প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, শেখ মোহাম্মদ আজিজ উল্লাহ, এডভোকেট এহসানুল হক, মোহাম্মদ মঈন উদ্দীন এবং নির্বাচন কমিশন সচিব মো. জিয়াউল হক।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এই নির্বাচনকে আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে চাই, যেখানে প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করবেন।
তিনি আরও জানান, কমিশন নির্বাচনের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ পদ্ধতি ও ব্যালট পেপার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। নির্বাচন কমিশন তাদের বক্তব্য শুনে এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
সভায় ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. আছিফ চৌধুরী, সেক্রেটারি পদপ্রার্থী অ্যাড. কামাল হোসেন চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও সদস্য পদপ্রার্থী সৈয়দ মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. নুরুল আনোয়ার, প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক মো. আযম খান, এড. রাহিম উদ্দিন চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, অধ্যাপক মিলটন কুমার, জাহাঙ্গীর আলম বাবর, সাবরিনা জাহান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
পিডি/টিসি