চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি সিআইইউ কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারকের মাধ্যমে যুব সমাজকে নৈতিকতা, সততা এবং দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
সিআইইউ’র পক্ষে রেজিস্ট্রার আনজুমান বানু লিমা এবং ইউএনজিসিএনবি এর পক্ষে স্টেকহোল্ডার অ্যানগেজমেন্ট ও পার্টনারশিপ কো-অর্ডিনেটর জুলিয়ানা এ. কিউ. লসন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। এছাড়াও চার অনুষদের ডিন এবং ইউএনজিসিএনবি এর কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম (বিএন-অব.) উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সিআইইউ’র শিক্ষার্থীদের নিয়ে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ফস্টারিং গুড সিটিজেনশীপ এন্ড এথিক্যাল ভেল্যুস আমং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শিরোণামে আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করেন জুলিয়ানা এ কিউ লসন এবং কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম।
একইদিনে ইউএনজিসিএনবি কর্তৃক প্রকাশিত ‘এন্টি করাপশন ইন্টেগ্রিটি গাইডবুক’ শিরোণামে একটি বিশেষ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসারসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে সিআইইউ ও জাতিসংঘের যৌথ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করলো।
পিডি/টিসি