ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে ‘ছাত্রলীগের সংস্কৃতি’ ফেরানোর অপচেষ্টার প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জুলাই ১০, ২০২৫
চমেকে ‘ছাত্রলীগের সংস্কৃতি’ ফেরানোর অপচেষ্টার প্রতিবাদ  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ক্যাম্পাসে বহিরাগত এনে ছাত্রলীগের নিষিদ্ধ সংস্কৃতি ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।  

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘জুলাই বিপ্লব’-এর রক্তাক্ত ইতিহাসের এই ক্যাম্পাসে বহিষ্কৃত ছাত্রলীগ ক্যাডারদের পুনর্বাসন এবং ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ তুলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগকর্মী আসিফ হাসান নিয়নকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা তৈরির জন্য গত ৭ জুলাই রাতে কয়েকজন শিক্ষকের ইন্ধনে বহিরাগত লোকজনকে হোস্টেল এলাকায় এনে জড়ো করা হয়।

শিক্ষার্থীরা বলেন, মেডিক্যাল কলেজ এবং হোস্টেলের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের আনাটা স্পষ্ট ষড়যন্ত্র। এই বহিরাগত কারা? কেন এলো? কে এনেছে? এর জবাব আমরা এখনো পাইনি। শুধু তাই নয়, ছাত্ররা অভিযোগ তোলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে পুরনো ‘ছাত্রলীগ দখলদারিত্ব’ ফিরিয়ে আনতেই এই বহিরাগতদের ব্যবহার করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহিরাগত এনে কেউ আবার ছাত্রলীগের সন্ত্রাসী সংস্কৃতি চালু করতে চাইছে। মেডিক্যাল কলেজ ও হোস্টেলের বিষয়ে পরবর্তীতে কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রশাসনকে দ্রুত এ বিষয়ে আদেশ জারি করতে হবে। তা না হলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে।  

সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সমন্বয়ক ৩১তম বিডিএস ব্যাচের শিক্ষার্থী আবরার আল ফয়সাল সিয়াম। বক্তব্য রাখেন ৬২তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী মিনহাজুল হক, ইনতিসার আহমেদ ও ৬৫তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী শাহ মোহাম্মদ ইমরান।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ২ দফা দাবি উত্থাপন করেন।  

দাবিগুলা হলো- চমেক ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পূনর্বাসন বা জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার নূন্যতম সাহস দেখালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাস ও হোস্টেলে বহিরাগত প্রবেশ-জড়ো হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করতে হবে।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।