ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তরুণদের নেতৃত্ব বিকাশে চট্টগ্রামে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ১৭, ২০২৫
তরুণদের নেতৃত্ব বিকাশে চট্টগ্রামে সেমিনার ...

চট্টগ্রাম: নেতৃত্ব, আত্মবিশ্বাস ও ক্যারিয়ার বিকাশে তরুণদের প্রস্তুত করতে চট্টগ্রামে লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত  হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরের একটি পাঁচ তারকা হোটেলে কাহি ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে জার্মান কর্পোরেট প্রতিষ্ঠান ফ্লোরেটের কান্ট্রি ম্যানেজার সুলতান মাহমুদ সোহেল বলেন, নেতৃত্ব মানে শুধু পদ বা ক্ষমতা নয়, বরং মানুষের মাঝে প্রভাব তৈরি করা, দায়িত্ব নেওয়া এবং ইতিবাচক পরিবর্তনের পথ দেখানো। নেতৃত্ব গড়ে ওঠে ধাপে ধাপে নিজের ভেতরের শক্তি, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গিকে ধারালো করে।

কেবল চাকরি পাওয়া নয়, বরং নিজের কর্মজীবনের প্রতিটি ধাপে উদ্দেশ্য স্থির রাখা এবং ক্রমাগত শেখার মানসিকতা তৈরি করাটাই সত্যিকারের নেতৃত্বের ভিত্তি।

এ সময় সেমিনারে বক্তারা বলেন, নামকরা প্রতিষ্ঠানে নয়, এমন জায়গায় ইন্টার্নশিপ করা জরুরি যেখানে ব্যক্তিগত ও পেশাগত বিকাশের বাস্তব সুযোগ রয়েছে।

বর্তমানে বিশ্বের শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অগ্রগতির কারণে। অনেক প্রচলিত কাজ অটোমেশন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে এমন কাজ ও অভিজ্ঞতার দিকেই মনোযোগী হওয়া দরকার, যেখানে সৃজনশীলতা, বিশ্লেষণী ও দক্ষতা থাকে। মানসিকতা, ব্যক্তিগত দক্ষতা বিকাশ এবং কর্মজীবনের লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও কৌশল তুলে ধরেন।

মুহাম্মদ মুশফিক হাসান জামীর সঞ্চালনায় ওপেনিং স্পিকার ছিলেন কাহি ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ মিজানুর রহমান, স্পিকার হিসাবে ছিলেন এস এম সোর্সিং লিমিটেড'র পরিচালক আম্মার ইবনে ইয়াহিয়া, ফরাজী হাসপাতালের সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন, ন্যাশনাল গ্রুপ বাংলাদেশের সিইও মুহাম্মদ সাইদুল হক ও মাদানী হাসপাতাল লিমিটেড এর এমডি ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ ও নাফিস স্টিলসের এমডি নঈমুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, রেজিষ্ট্রেশনের মাধ্যমে সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, করপোরেট কর্মকর্তা ও নানা পেশার প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।