ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ব্যবসায়ীদের মিথ্যা মামলা-চাঁদাবাজির কবল থেকে রক্ষার আহ্বান বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জুলাই ১৮, ২০২৫
চট্টগ্রামের ব্যবসায়ীদের মিথ্যা মামলা-চাঁদাবাজির কবল থেকে রক্ষার আহ্বান বিএনপির বিএনপি লোগো

চট্টগ্রাম শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।

মূলত সারাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে।  

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।

বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়।  

বিবৃতিতে বলা হয়, বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে।  

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বাংলানিউজকে  বলেন, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে একের পর এক ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উদ্বেগজনক। দেশের প্রধান সমুদ্রবন্দরের শহর হিসেবে একসময় ব্যবসা-বাণিজ্যে চট্টগ্রামের যে জৌলুস ছিল বিগত সরকারের সময় নানা হঠকারী সিদ্ধান্তের কারণে তা হারিয়ে গেছে। চট্টগ্রামের অনেক শিল্পোদ্যোক্তা ঢাকা ও আশপাশের এলাকায় শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য সরিয়ে নিয়েছেন।

এ অবস্থায় যে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য অবশিষ্ট আছে তা-ও মিথ্যা মামলা, চাঁদাবাজি ও হয়রানির কারণে স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নামে মনগড়া অযৌক্তিক মামলা, সন্ত্রাস-মবের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। সাধারণ মানুষকে এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে দেশনায়ক তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

এইচএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।