চট্টগ্রাম শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।
বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বাংলানিউজকে বলেন, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে একের পর এক ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উদ্বেগজনক। দেশের প্রধান সমুদ্রবন্দরের শহর হিসেবে একসময় ব্যবসা-বাণিজ্যে চট্টগ্রামের যে জৌলুস ছিল বিগত সরকারের সময় নানা হঠকারী সিদ্ধান্তের কারণে তা হারিয়ে গেছে। চট্টগ্রামের অনেক শিল্পোদ্যোক্তা ঢাকা ও আশপাশের এলাকায় শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য সরিয়ে নিয়েছেন।
এ অবস্থায় যে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য অবশিষ্ট আছে তা-ও মিথ্যা মামলা, চাঁদাবাজি ও হয়রানির কারণে স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নামে মনগড়া অযৌক্তিক মামলা, সন্ত্রাস-মবের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। সাধারণ মানুষকে এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে দেশনায়ক তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।
এইচএ