ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের যাত্রা বাতিল, যাত্রীদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, আগস্ট ১, ২০২৫
ট্রেনের যাত্রা বাতিল, যাত্রীদের বিক্ষোভ 

চট্টগ্রাম: অনিবার্য কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা স্টেশন ম্যানেজার ও স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করেন।

 

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম স্টেশনে এ ঘটনা ঘটে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ট্রেনের যাত্রা বাতিল করার কারণে বিপাকে পড়েন যাত্রীরা।

 

জানা জানায়, চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস বেলা ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল পাঁচটার পর। এরপর এই ট্রেন প্রবাল এক্সপ্রেস হয়ে কক্সবাজারে যায়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একে তো দেরিতে ট্রেন এসেছে, এরপর আবার যাত্রা বাতিল-এই দুই কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর স্টেশন ম্যানেজার ও মাস্টারের রুমের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, একটা অনিবার্য কারণে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। এতে অনেক যাত্রী ফিরে গেলেও কিছু যাত্রী বিশৃঙ্খলা তৈরি করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।