ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, আগস্ট ২, ২০২৫
নগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি ...

চট্টগ্রাম:  নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. ইউনুস চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

পুলিশ জানায়, মো. ইউনুস ড্রেজারের ব্যবসা করেন।

কয়েকদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে বাসায় অবস্থানকালে ৪-৫ জন দুর্বৃত্ত তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি ছোড়ে। এসময় হাত, মুখ ও হাঁটুতে গুলিবিদ্ধ হন তিনি।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ওই ব্যবসায়ীকে রাতে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।