ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিনের চাল থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, আগস্ট ২, ২০২৫
টিনের চাল থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় টিনের চাল থেকে পড়ে আহত শিক্ষার্থী সাদমান হোসেন চৌধুরী সাকিবের (২৩) মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

সাদমান রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাড়ি মিয়া চৌধুরী বাড়ির ইলিয়াছ চৌধুরী রিটুর ছেলে।

তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

সাদমানের চাচা তৌহিদুর রহমান চৌধুরী জানান, সাদমান পরিবারের সাথে শহরে থাকতো। সরাইপাড়া এলাকায় তার নানা মোহাম্মদ আলীর কারখানায় ম্যানেজারের দায়িত্ব পালন করছিল। ৩১ জুলাই বিকেলে কারখানার তিনতলা ভবনের ওপরে টিন ফুটো হয়ে বৃষ্টি পড়ার কারণে সাদমান কয়েকজন কর্মচারীকে নিয়ে ওপরে উঠেছিল। এসময় চাল ভেঙে নিচে পড়ে যায়। তাকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।