ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মাজারের বারান্দায় মিলল অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, আগস্ট ২, ২০২৫
সাতকানিয়ায় মাজারের বারান্দায় মিলল অজ্ঞাত যুবকের লাশ মাজারের বারান্দায় অজ্ঞাত যুবকের মরদেহ।

চট্টগ্রাম: সাতকানিয়ায় একটি মাজারের বারান্দা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন কেঁওচিয়া ইউনিয়নের তেমহনী এলাকার আধার মানিক শাহ’র মাজারের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাজারের বারান্দায় ওই যুবককে শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ধারণা করা হয় তিনি মারা গেছেন। পরে সাতকানিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

ওই যুবক মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ছিলেন।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ছিলেন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।