ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসে জটলা সৃষ্টি করে মোবাইল ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, আগস্ট ২, ২০২৫
বাসে জটলা সৃষ্টি করে মোবাইল ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেপ্তার  গ্রেপ্তার মোবাইল ছিনতাই চক্রের ১২ সদস্য।

চট্টগ্রাম: নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে চোরাই মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরাসহস ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিম বিভাগ। শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তাররা হলেন, মো. তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মো. নজরুল আহাম্মদ সাগর (২৫), মো. রিপন প্রকাশ হৃদয় (২৮), মো. আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মো. দেলোয়ার মিয়া (৩২), মো. বাবু (২৫), মো. রনি (৩০), মো. ওমর ফারুক (২২), মো. নাজিম (২৬) ও মো. জসীম উদ্দিন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন জানান, শুক্রবার (১ আগস্ট) হালিশহর থানার বড়পোল এলাকা থেকে ১৫ টি চোরাই মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ৪ টি টিপ ছোরাসহস ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই ও মোবাইল চোর চক্রের মূলহোতা মো. তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে। তিনি এর আগেও অস্ত্র, ছিনতাই, দস্যুতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একাধিকবার গ্রেপ্তার হন। এ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  
তিনি আরও জানান,

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সঙ্গবদ্ধভাবে যাত্রীবাহী বাসে উঠে জটলা সৃষ্টি করে। জটলার মধ্যে সুযোগ বুঝে টার্গেট ব্যাক্তির মোবাইল ছিনিয়ে নেয় অথবা কৌশলে ফোন নিয়ে নিজেদের গ্রুপের সদস্যদের মধ্যে লুকিয়ে ফেলে। এছাড়াও যে কোন পথচারীকে সুযোগ বুঝে পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।