ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন: মীর হেলাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, আগস্ট ৫, ২০২৫
দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন: মীর হেলাল গণআন্দোলন

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

শুধু জুলাই মাসেই কয়েকশ’ বিএনপির নেতাকর্মী শাহাদত বরণ করেছেন।

মাত্র গুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়নি। আজ একটি গোষ্ঠী বাংলাদেশের গণমানুষের এই আন্দোলন ছিনিয়ে নিতে চায়।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বড় শরিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তারেক রহমানের ওপর বাংলাদেশের মানুষের প্রবল আস্থা।  

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে হাটহাজারী সদর বাস স্টেশন চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকীতে উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন, কলেজ রোড, আদালত রোড, বাজার ঘাটা, থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।  

আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার হেলাল বলেন, তারেক রহমান এমন একজন ভিশনারি নেতা যিনি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে একদিকে যেমন গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেব।

সদ্য সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্যসচিব অহিদুল আলম।  

বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা সাবেক সদস্য ডা. রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত ও মো. শাহেদুল আজম শাহেদসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।