চট্টগ্রাম: জুলাই শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন আমাদের মনে রাখতে হবে। আমরা তো বটেই, এরপর যে সরকারগুলো আসবে- তাদেরও মনে রাখতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ হবে। যেহেতু শহীদদের নামে এই পার্ক, তাই এই পার্কের মাঝখানে যদি স্মৃতিস্তম্ভ করা যায়, সেটা ভাবা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিতে হবে। আমরা এমন জায়গায় এটা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামে যারা শহীদ হয়েছে, তাদের স্মৃতি অম্লান থাকে।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা অতিবৃষ্টিতে ধসে পড়া নগরের অক্সিজেন এলাকার শীতল ঝরনা খালের ওপর ভেঙে পড়া সেতুটি পরিদর্শনে যান। এ সময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটির সংস্কারের জন্য সিটি করপোরেশন প্রতিনিধিকে নির্দেশ দেন।
এসি/টিসি