ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, আগস্ট ৯, ২০২৫
চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার সংগৃহীত প্রতীকী ছবি

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ হওয়ার দুইদিন পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বাংলানিউজকে বলেন, স্থানীয়রা প্রথমে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে কাছাকাছি এলাকায় আরও একটি লাশ ভেসে ওঠে।

দুই লাশ উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও বলেন, লাশ একটি পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের সদস্য উপস্থিত হয়েছে। আরেকটি লাশ পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।  

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে মাছ ধরতে যাওয়া এফবি অনিকা নামের ট্রলারটি বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।

ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি আটজন নিখোঁজ হন। ঘটনার পর শুক্রবার সকালে ট্রলারের মালিকপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা সাগরে তল্লাশি শুরু করে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।